আবারো জিৎ-ফারিয়া এক ছবিতে 471 0
আবারো জিৎ-ফারিয়া এক ছবিতে
- কল্পনা ভৌমিক:
বাদশা দ্য ডন,বস টু নামে দুটো ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার নায়ক জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়া। আবারো তারা একটি নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।ছবির শুটিংয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ৪০ দিনের শিডিউল দিয়েছেন ফারিয়া। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মস।রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবির শুটিং ইতালি,বাংলাদেশ ও ভারতের কলকাতায় হবে। ভারতের পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এর ছায়া অবলম্বনে তৈরি হবে। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে।ফারিয়া অভিনীত ‘বস টু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও জিৎ ফিল্মস। জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ জানান,যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে।নীতিমালা পুনর্গঠিত হলে সেটা মেনেই কাজ করব। আশা করছি,শুটিং শুরুর আগেই নীতিমালা হয়ে যাবে।