Khoborerchokh logo

আবারো জিৎ-ফারিয়া এক ছবিতে 471 0

Khoborerchokh logo

আবারো জিৎ-ফারিয়া এক ছবিতে

  • কল্পনা ভৌমিক:
    বাদশা দ্য ডন,বস টু নামে দুটো ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার নায়ক জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়া। আবারো তারা একটি নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।ছবির শুটিংয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ৪০ দিনের শিডিউল দিয়েছেন ফারিয়া। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মস।রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবির শুটিং ইতালি,বাংলাদেশ ও ভারতের কলকাতায় হবে। ভারতের পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এর ছায়া অবলম্বনে তৈরি হবে। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে।ফারিয়া অভিনীত ‘বস টু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়।সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও জিৎ ফিল্মস। জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ জানান,যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে।নীতিমালা পুনর্গঠিত হলে সেটা মেনেই কাজ করব। আশা করছি,শুটিং শুরুর আগেই নীতিমালা হয়ে যাবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com